সংসার জীবনে বিচ্ছেদ চিরসত্য!
এটা জানা শর্তেও-
পরস্পরকে ভীষনভাবে আঁকড়ে ধরি,
অথচ একজনকে আগে যেতেই হয়।
যে পরে থাকে আজীবন তাকে-
বিরহ যন্ত্রনা সহে যেতে হয়।
ভুলে থাকার চেষ্টা করা,
বৃথা আশা জাগিয়ে রাখা!
প্রদীপের তেল ফুরিয়ে গেলে-
সে নিভবেই-এটাই বাস্তব!
তবুও মন মানেনা!
# মানবী
এটা জানা শর্তেও-
পরস্পরকে ভীষনভাবে আঁকড়ে ধরি,
অথচ একজনকে আগে যেতেই হয়।
যে পরে থাকে আজীবন তাকে-
বিরহ যন্ত্রনা সহে যেতে হয়।
ভুলে থাকার চেষ্টা করা,
বৃথা আশা জাগিয়ে রাখা!
প্রদীপের তেল ফুরিয়ে গেলে-
সে নিভবেই-এটাই বাস্তব!
তবুও মন মানেনা!
# মানবী
No comments:
Post a Comment