Wednesday, June 13, 2018

অবাক করলে
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

মাঝে মাঝে মনেহয়,
বিশ্বাসঘাতকতার জবাবটা একইভাবে ফিরিয়ে দিই,
কিন্তু কিছুতেই পারিনা!
বিবেক,মনুষ্যত্ব, শিক্ষা আর রুচিবোধ-
চারিপাশ থেকে আমায় ঘিরে ধরে,
আমি দুর্বল হয়ে পড়ি!
ফুলের মত নিস্পাপ হয়ে জম্মগ্রহন করে,
পরিবারে পিতার শিক্ষাকে পাথেয় করে-
আজ এই বয়সে এসে এত বড় বিশ্বাসঘাতকতা কিছুতেই মানতে পারছিনা!
বুকের ভিতরে সর্বদা একটা ব্যথা অনুভূত হয়,
কিছুতেই এই ব্যথার কারাগার থেকে আমি বেরোতে পারছিনা!
মাঝে মাঝেই ফিরে যাচ্ছি অতীতের সেই দিনগুলিতে।
জীবনে অনেক আঘাত পেয়েছি,
প্রিয়জনকে হারানোর বেদনা সহেছি,
কিন্তু বন্ধুর(?) এই বিশ্বাসভঙ্গটাকে-
কিছুতেই মানতে পারছিনা।
পুরানো অনেক স্মৃতি মনের মাঝে ভিড় করছে;
তোমায় ভালোবেসেছিলাম,তোমার খুশিতে খুশি হতাম-
কিন্তু তুমি তার মর্যাদা রাখতে পারলে না- মিতা!

#নন্দা   ১৩-৬-১৮ রাত ২-৪০ 

No comments:

Post a Comment