তবুও বেঁচে আছি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনে যে অন্ধকার নেমে এসেছে,
সূর্য্য আর সেখানে কোনদিন উঠবেনা!
কত কষ্ট,কত বেদনা জমা এ বুকে,
উজাড় করে বলার লোক আর নেই,
কি অভিমানে অসময়ে চলে গেলে?
কত স্বপ্ন অপূর্ণ থেকে গেলো,
হয়নি শেষ ছেলের উচ্চশিক্ষা,
আসেনি নূতন অতিথি মেয়ের ঘরে,
এত কিসের তাড়া ছিলো তোমার?
এমন তো কথা ছিলোনা!
বিধাতা বড্ড পাষান-
একবারও তিনি ভাবলেননা -
তুমি ছাড়া আমরা কত অসহায়!
শুনেছি,বহু পূণ্যের ফলে মানবজনম হয়,
কিন্তু প্রিয়জনকে হারানো?
চরম সত্যটা কোন পাপে হয়?
তিনি আমাদের সব চেষ্টা নরসাৎ করে-
আমাদের কাছ থেকে তোমায় কেড়ে নিলেন,
কেড়ে নিলেন আমার সুখ, আনন্দ আর খুশি!
সময়ের সাথে জীবনও এগিয়ে চলছে,
আমি বেঁচে আছি।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনে যে অন্ধকার নেমে এসেছে,
সূর্য্য আর সেখানে কোনদিন উঠবেনা!
কত কষ্ট,কত বেদনা জমা এ বুকে,
উজাড় করে বলার লোক আর নেই,
কি অভিমানে অসময়ে চলে গেলে?
কত স্বপ্ন অপূর্ণ থেকে গেলো,
হয়নি শেষ ছেলের উচ্চশিক্ষা,
আসেনি নূতন অতিথি মেয়ের ঘরে,
এত কিসের তাড়া ছিলো তোমার?
এমন তো কথা ছিলোনা!
বিধাতা বড্ড পাষান-
একবারও তিনি ভাবলেননা -
তুমি ছাড়া আমরা কত অসহায়!
শুনেছি,বহু পূণ্যের ফলে মানবজনম হয়,
কিন্তু প্রিয়জনকে হারানো?
চরম সত্যটা কোন পাপে হয়?
তিনি আমাদের সব চেষ্টা নরসাৎ করে-
আমাদের কাছ থেকে তোমায় কেড়ে নিলেন,
কেড়ে নিলেন আমার সুখ, আনন্দ আর খুশি!
সময়ের সাথে জীবনও এগিয়ে চলছে,
আমি বেঁচে আছি।
No comments:
Post a Comment