অবশেষে এলে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হঠাৎ করেই শিহরিত,
খোলা ছাদে আমি,
পরশে ভিজিয়ে দিলে,
ভিজে হলাম সিক্ত।
ঋতুর বৈচিত্রতায় তুমি এলে,
আমার কাছে বৃষ্টি রূপে,
এলেই যখন কাছে আবার,
থাকো না গো আর কিছুক্ষণ।
সুর বাজছে আজ মনের মাঝে,
সিক্ত করেছো আমায় আর প্রকৃতিকে,
দুপুরের সেই কাঠফাটা রোদের তেজ,
হারিয়েছে তাকে তোমার আসার বেগ।
আহা!কি অপরূপ দৃশ্য,
শরীর মন করলে শীতল,
বলাকারাও আজ আত্মহারা,
বৃষ্টির ধারায় মেতেছে আনন্দে।
#নন্দা দুপুর ৩টে ।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হঠাৎ করেই শিহরিত,
খোলা ছাদে আমি,
পরশে ভিজিয়ে দিলে,
ভিজে হলাম সিক্ত।
ঋতুর বৈচিত্রতায় তুমি এলে,
আমার কাছে বৃষ্টি রূপে,
এলেই যখন কাছে আবার,
থাকো না গো আর কিছুক্ষণ।
সুর বাজছে আজ মনের মাঝে,
সিক্ত করেছো আমায় আর প্রকৃতিকে,
দুপুরের সেই কাঠফাটা রোদের তেজ,
হারিয়েছে তাকে তোমার আসার বেগ।
আহা!কি অপরূপ দৃশ্য,
শরীর মন করলে শীতল,
বলাকারাও আজ আত্মহারা,
বৃষ্টির ধারায় মেতেছে আনন্দে।
#নন্দা দুপুর ৩টে ।
No comments:
Post a Comment