অশ্রু সম্বল
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আঁধার রাতে একলা ঘরে,
মনে পড়ে কত কথা,
স্মৃতির পাতা উল্টে দেখি,
জমাট বাঁধা বুকে ব্যথা!
পরশ আমি পাইগো তোমার,
প্রতিরাতে ঘুমের মাঝে,
হঠাৎ এসে হঠাৎ করেই,
যাও হারিয়ে একটু হেসে।
লুকোচুরির এই যে খেলা,
আর না লাগে ভালো,
মনের মাঝে আছো সদাই,
একসাথেতেই চলো।
তবুও তোমায় হারায় আমি,
প্রতিক্ষণে প্রতিপলে,
মনের মাঝেই বসত তোমার,
সময় কাটাই চোখের জলে।
#নন্দা ১-৬-১৮ রাত ৩টে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আঁধার রাতে একলা ঘরে,
মনে পড়ে কত কথা,
স্মৃতির পাতা উল্টে দেখি,
জমাট বাঁধা বুকে ব্যথা!
পরশ আমি পাইগো তোমার,
প্রতিরাতে ঘুমের মাঝে,
হঠাৎ এসে হঠাৎ করেই,
যাও হারিয়ে একটু হেসে।
লুকোচুরির এই যে খেলা,
আর না লাগে ভালো,
মনের মাঝে আছো সদাই,
একসাথেতেই চলো।
তবুও তোমায় হারায় আমি,
প্রতিক্ষণে প্রতিপলে,
মনের মাঝেই বসত তোমার,
সময় কাটাই চোখের জলে।
#নন্দা ১-৬-১৮ রাত ৩টে
No comments:
Post a Comment