আত্মচিৎকার
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মাগো তুই নিজের হাতে,
আমায় দিলি নর্দমাতে ছুড়ে!
অপরাধ কি জানলাম নাতো;
ছুড়েই-তুই গেলি চলে।
রাখবিনা যখন বুকেই আমায়,
গর্ভে ধরলি কেন?
তিলতিল করে পেটে আমায়,
বড় করলি কেন?
আমি তোরই মেয়ে মাগো,
তুইও একটি মেয়ে,
আমায় দেখে তোর মনে কি
মাতৃত্ব ওঠেনি জেগে ?
তোর, বাবার অপরাধের-
শাস্তি আমার কেন?
তোরা থাকবি দিব্যি এই পৃথিবীতে,
মেরে ফেলতে ছুড়লি আমায় নর্দমাতে!
তোদের খুশির দিতে দাম,
আমার জম্ম হোল!
কাউকে আর দেখাসনে এভাবে-
সুন্দর পৃথিবীর আলো!
তুইও কিংতু খুনি মাগো!
হবেনা তোর বিচার!
কান্নার সুরে করছি শুধু-
আমার জম্মের প্রতিবাদ!
# নন্দা 26-1-18
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মাগো তুই নিজের হাতে,
আমায় দিলি নর্দমাতে ছুড়ে!
অপরাধ কি জানলাম নাতো;
ছুড়েই-তুই গেলি চলে।
রাখবিনা যখন বুকেই আমায়,
গর্ভে ধরলি কেন?
তিলতিল করে পেটে আমায়,
বড় করলি কেন?
আমি তোরই মেয়ে মাগো,
তুইও একটি মেয়ে,
আমায় দেখে তোর মনে কি
মাতৃত্ব ওঠেনি জেগে ?
তোর, বাবার অপরাধের-
শাস্তি আমার কেন?
তোরা থাকবি দিব্যি এই পৃথিবীতে,
মেরে ফেলতে ছুড়লি আমায় নর্দমাতে!
তোদের খুশির দিতে দাম,
আমার জম্ম হোল!
কাউকে আর দেখাসনে এভাবে-
সুন্দর পৃথিবীর আলো!
তুইও কিংতু খুনি মাগো!
হবেনা তোর বিচার!
কান্নার সুরে করছি শুধু-
আমার জম্মের প্রতিবাদ!
# নন্দা 26-1-18
No comments:
Post a Comment