বুঝেও বুঝি না
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনের গোধুলী ঘন আবিরে,
আমায় ডাকে যেন!
ফেলে এসেছি অনেকটা পথ,
এখনো কিছু বাকি ;
একা বড় ক্লান্ত আমি,
সুজন নেই পাশে,
আসবেনা কখনও এটাও জানি।
একবুক জ্বালা নিয়ে-
সুদূর গন্তব্যে একাই হাঁটি!
তারই লাগি তবু কেন?
পথ চেয়ে থাকি !
@ নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনের গোধুলী ঘন আবিরে,
আমায় ডাকে যেন!
ফেলে এসেছি অনেকটা পথ,
এখনো কিছু বাকি ;
একা বড় ক্লান্ত আমি,
সুজন নেই পাশে,
আসবেনা কখনও এটাও জানি।
একবুক জ্বালা নিয়ে-
সুদূর গন্তব্যে একাই হাঁটি!
তারই লাগি তবু কেন?
পথ চেয়ে থাকি !
@ নন্দা
No comments:
Post a Comment