এমন তো কথা ছিলোনা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চলে যাওয়ার কথা তো ছিলোনা,
দু'জনে এক সাথে হাঁটার কথা ছিলো,
কিছু না বলেই চলে গেলে কেন ?
হাতটা তো শক্ত করেই ধরা ছিলো,
কোন সে ঝড়ে বাঁধন আলগা হোলো?
বুঝতে পারিনি তো!
চলে গেছো ঠিকই!
জীবন কিণ্তু থেমে নেই!
সময়কে যে ধরে রাখা যায়না!
অভিযোজন ক্ষমতায় মানুষকে চলতে শেখায়;
আমিও তার ব্যতিক্রম নই!
কিণ্তু এমন তো কথা ছিলোনা!
@ নন্দা 15-1-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চলে যাওয়ার কথা তো ছিলোনা,
দু'জনে এক সাথে হাঁটার কথা ছিলো,
কিছু না বলেই চলে গেলে কেন ?
হাতটা তো শক্ত করেই ধরা ছিলো,
কোন সে ঝড়ে বাঁধন আলগা হোলো?
বুঝতে পারিনি তো!
চলে গেছো ঠিকই!
জীবন কিণ্তু থেমে নেই!
সময়কে যে ধরে রাখা যায়না!
অভিযোজন ক্ষমতায় মানুষকে চলতে শেখায়;
আমিও তার ব্যতিক্রম নই!
কিণ্তু এমন তো কথা ছিলোনা!
@ নন্দা 15-1-17
No comments:
Post a Comment