কেমন মানুষ সব
নন্দা মুখার্জী রায় চৌধুরী
এ কোন আঁধারে ঢেকেছে পৃথিবী ?
কোথাও নেই আলো !
হৃদয়ও মানুষের আঁধারে ভরা ,
চায়না কারও ভালো !
ভালোবাসা নেই কোথাও আজ !
আছে দম্ভ আর হিংসা !
ক্ষমতার লোভে অন্ধ সবাই ,
চালাতে চায় একনায়কতন্ত্র !
বন্ধু বল আত্মীয় বল -
কেউ নয় আজ বড় ,
লাভের গুড় পিঁপড়েই খায় !
সবাই কেন ভুলে যায় ?
মানুষের মাঝে নেই কোন প্রীতি !
অর্থ আর ক্ষমতা খোঁজে সব -
একনায়কতন্ত্রের বেড়াজালে আজ -
সম্পর্কের মাঝে টানে ইতি !
@নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
এ কোন আঁধারে ঢেকেছে পৃথিবী ?
কোথাও নেই আলো !
হৃদয়ও মানুষের আঁধারে ভরা ,
চায়না কারও ভালো !
ভালোবাসা নেই কোথাও আজ !
আছে দম্ভ আর হিংসা !
ক্ষমতার লোভে অন্ধ সবাই ,
চালাতে চায় একনায়কতন্ত্র !
বন্ধু বল আত্মীয় বল -
কেউ নয় আজ বড় ,
লাভের গুড় পিঁপড়েই খায় !
সবাই কেন ভুলে যায় ?
মানুষের মাঝে নেই কোন প্রীতি !
অর্থ আর ক্ষমতা খোঁজে সব -
একনায়কতন্ত্রের বেড়াজালে আজ -
সম্পর্কের মাঝে টানে ইতি !
@নন্দা
No comments:
Post a Comment