ছুটছে শুধু ছুটছে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বাইরের কিছু ঘটনা মনকে ক্ষত-বিক্ষত করছে!
মুখ ও মুখোশের পার্থক্য বুঝতে পারছিনা,
মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যাচেছ!
জমা হচ্ছে ক্ষোভ আর কষ্ট!
স্নেহ, শ্রদ্ধা আর ভালোবাসা হারিয়ে-
ছুটছে সব অর্থ, যশ আর ক্ষমতার পিছু!
এ যেন লাগামহীন ঘোড়া !
সামনের সবকিছু পদদলিত করে-
ছুটে যাওয়াটাই শুধু লক্ষ্য!
পিছনে পরে থাকছে অমূল্য সম্পদ,
তা দেখার সময় কারও নেই !
# নন্দা 31-1-18 1AM .
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বাইরের কিছু ঘটনা মনকে ক্ষত-বিক্ষত করছে!
মুখ ও মুখোশের পার্থক্য বুঝতে পারছিনা,
মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যাচেছ!
জমা হচ্ছে ক্ষোভ আর কষ্ট!
স্নেহ, শ্রদ্ধা আর ভালোবাসা হারিয়ে-
ছুটছে সব অর্থ, যশ আর ক্ষমতার পিছু!
এ যেন লাগামহীন ঘোড়া !
সামনের সবকিছু পদদলিত করে-
ছুটে যাওয়াটাই শুধু লক্ষ্য!
পিছনে পরে থাকছে অমূল্য সম্পদ,
তা দেখার সময় কারও নেই !
# নন্দা 31-1-18 1AM .
No comments:
Post a Comment