আশিস দত্ত...পুস্তক পর্যালোচনা...(২৮.১২.১৭)
শ্রীমতি নন্দা মুখার্জ্জী রায়চৌধুরী রচিত, মনন এর সহায়তায় আনন্দ প্রকাশন দ্বারা প্রকাশিত ‘মানবী’ গল্প সংকলন বইটি বেশ মন দিয়ে পড়লাম। মোট ১৬ টি ছোটগল্প দিয়ে সাজানো এই বইটি হাতে নিয়েই চোখ আটকে যায় এর অসাধারণ প্রচ্ছদ দেখে । শ্রী সমীর মজুমদার দ্বারা প্রচ্ছদ অলংকৃত এই প্রচ্ছদই বইটির ভিতরে সজ্জিত গল্পগুলির ইঙ্গিত বহন করে । ১৬ টি গল্পের মধ্যে ৬ টি ভৌতিক গল্প, যা বেশ রোমাঞ্চকর । গল্পগুলি পড়তে পড়তে সেই ছোট্টবেলার গা ছমছমে শিহরণ অনুভব হয় ।
বাদবাকী গল্পগুলো সমকালীন বিষয় আশ্রিত । লেখিকা এই গল্পগুলির মধ্য দিয়ে নানান সম্পর্কের টানাপোড়েন বেশ সুচারুভাবে দেখিয়েছেন। শুধু তাই নয়, প্রচলিত সামাজিক রীতি-নীতি কে ভেঙ্গে নতুন পথের সন্ধান দিয়েছেন। তিনি সমস্যার দিক-নির্দেশন করেই ক্ষান্ত হননি, সমাধানও বলে দিয়েছেন, যা একজন দায়িত্বশীল লেখকের কর্তব্য । কয়েকটি গল্পে রোমান্টিকতার চুড়ান্ত প্রকাশ পরিলক্ষিত হয় । দীর্ঘ প্রতীক্ষার পর মনের মানুষের মিলন... সে তো প্রেমের চিরকালীন জয়বার্তা ঘোষণা করে । ‘মেয়েজীবন’ গল্পে, মা শত কষ্ট , বিচ্ছেদ জ্বালা সহ্য করেও মেয়েকে তার স্বামীর কাছে প্রবাসে পাঠাতে পিছপা হন না, শুধুমাত্র মেয়ের বিরহ জ্বালা অনুভব করে...সত্যি এরকম অনন্য অনুভব হৃদয় কে স্পর্শ করে , পাঠক কে নতুন করে ভাবতে শেখায় ।
তবে হয়তো দ্রুত প্রকাশের তাড়া থাকায়, কিছু কিছু বানান ভূল থেকে গেছে, আই এস বি এন নাম্বারটি অসম্পূর্ণ ছাপা, যেটা মোটেই উচিৎ নয় । আশা করা যায় পরবর্তী লেখাগুলোর বাঁধন আরো ঠাসবুনোট হবে , আরো নতুন নতুন বিষয় উঠে আসবে ।
পরিশেষে বলতে হয়, যে লেখিকা বইটির প্রথমেই তাঁর সদ্যপ্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যা পাঠকদের মন ছুঁয়ে যাবে । এতে যেমন একজন আদর্শ ভারতীয় নারীর মায়া মমতা ভালবাসা প্রকাশ পেয়েছে, তেমনই দুঃখজয়ী নারীর এক অদম্য লড়াই এর সংকেত দিয়েছে...তার জন্য পাঠককূলের পক্ষ থেকে সেলাম জানাই ।
আশাকরি, বইটি পাঠ করলে সবার খুব ভালো লাগবে ।
শ্রীমতি নন্দা মুখার্জ্জী রায়চৌধুরী রচিত, মনন এর সহায়তায় আনন্দ প্রকাশন দ্বারা প্রকাশিত ‘মানবী’ গল্প সংকলন বইটি বেশ মন দিয়ে পড়লাম। মোট ১৬ টি ছোটগল্প দিয়ে সাজানো এই বইটি হাতে নিয়েই চোখ আটকে যায় এর অসাধারণ প্রচ্ছদ দেখে । শ্রী সমীর মজুমদার দ্বারা প্রচ্ছদ অলংকৃত এই প্রচ্ছদই বইটির ভিতরে সজ্জিত গল্পগুলির ইঙ্গিত বহন করে । ১৬ টি গল্পের মধ্যে ৬ টি ভৌতিক গল্প, যা বেশ রোমাঞ্চকর । গল্পগুলি পড়তে পড়তে সেই ছোট্টবেলার গা ছমছমে শিহরণ অনুভব হয় ।
বাদবাকী গল্পগুলো সমকালীন বিষয় আশ্রিত । লেখিকা এই গল্পগুলির মধ্য দিয়ে নানান সম্পর্কের টানাপোড়েন বেশ সুচারুভাবে দেখিয়েছেন। শুধু তাই নয়, প্রচলিত সামাজিক রীতি-নীতি কে ভেঙ্গে নতুন পথের সন্ধান দিয়েছেন। তিনি সমস্যার দিক-নির্দেশন করেই ক্ষান্ত হননি, সমাধানও বলে দিয়েছেন, যা একজন দায়িত্বশীল লেখকের কর্তব্য । কয়েকটি গল্পে রোমান্টিকতার চুড়ান্ত প্রকাশ পরিলক্ষিত হয় । দীর্ঘ প্রতীক্ষার পর মনের মানুষের মিলন... সে তো প্রেমের চিরকালীন জয়বার্তা ঘোষণা করে । ‘মেয়েজীবন’ গল্পে, মা শত কষ্ট , বিচ্ছেদ জ্বালা সহ্য করেও মেয়েকে তার স্বামীর কাছে প্রবাসে পাঠাতে পিছপা হন না, শুধুমাত্র মেয়ের বিরহ জ্বালা অনুভব করে...সত্যি এরকম অনন্য অনুভব হৃদয় কে স্পর্শ করে , পাঠক কে নতুন করে ভাবতে শেখায় ।
তবে হয়তো দ্রুত প্রকাশের তাড়া থাকায়, কিছু কিছু বানান ভূল থেকে গেছে, আই এস বি এন নাম্বারটি অসম্পূর্ণ ছাপা, যেটা মোটেই উচিৎ নয় । আশা করা যায় পরবর্তী লেখাগুলোর বাঁধন আরো ঠাসবুনোট হবে , আরো নতুন নতুন বিষয় উঠে আসবে ।
পরিশেষে বলতে হয়, যে লেখিকা বইটির প্রথমেই তাঁর সদ্যপ্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যা পাঠকদের মন ছুঁয়ে যাবে । এতে যেমন একজন আদর্শ ভারতীয় নারীর মায়া মমতা ভালবাসা প্রকাশ পেয়েছে, তেমনই দুঃখজয়ী নারীর এক অদম্য লড়াই এর সংকেত দিয়েছে...তার জন্য পাঠককূলের পক্ষ থেকে সেলাম জানাই ।
আশাকরি, বইটি পাঠ করলে সবার খুব ভালো লাগবে ।
No comments:
Post a Comment