বিদ্রোহী কবি নজরুল ইসলামের "অভিশাপ" কবিতাটি পড়ে আমার এই লেখাটি ---
কাছেই আছো
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যেদিন তুমি হারিয়ে গেলে,
বুঝতে আমি পারলাম,
জীবন সুর্য্য অস্ত গেলো,
একাই সমুদ্রে ভাসলাম!
চারিদিকে আঁধার দেখি,
কোথাও নেই আলো,
হৃদয় মাঝে বসত নিয়ে,
প্রেমের প্রদীপ জ্বালো।
মধ্যরাতে স্বপন দেখে,
উঠি জেগে চমকে,
শিয়রে তোমার ছায়া দেখে,
কাঁপে বুক আঙ্কে!
বকুলফুলে উঠবে হেসে,
আমার বাড়ির অঙ্গন,
গাঁথবো মালা ছায়ায় বসে,
হোকনা স্বপন ভঙ্গন!
নাইবা বাড়িয়ে দিলে দু'হাত,
আলিঙ্গনের জন্য!
(বন্ধু)দু'চোখে দেখবো তখন,
স্বপন কিছু অন্য।
বিধাতা ভাঙ্গলেন মিলন মেলা,
দূপারেতে আমরা!
তোমার বিহনে বন্ধু ওগো-
আমি পাগলপারা!
@ নন্দা 22-1-18
কাছেই আছো
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যেদিন তুমি হারিয়ে গেলে,
বুঝতে আমি পারলাম,
জীবন সুর্য্য অস্ত গেলো,
একাই সমুদ্রে ভাসলাম!
চারিদিকে আঁধার দেখি,
কোথাও নেই আলো,
হৃদয় মাঝে বসত নিয়ে,
প্রেমের প্রদীপ জ্বালো।
মধ্যরাতে স্বপন দেখে,
উঠি জেগে চমকে,
শিয়রে তোমার ছায়া দেখে,
কাঁপে বুক আঙ্কে!
বকুলফুলে উঠবে হেসে,
আমার বাড়ির অঙ্গন,
গাঁথবো মালা ছায়ায় বসে,
হোকনা স্বপন ভঙ্গন!
নাইবা বাড়িয়ে দিলে দু'হাত,
আলিঙ্গনের জন্য!
(বন্ধু)দু'চোখে দেখবো তখন,
স্বপন কিছু অন্য।
বিধাতা ভাঙ্গলেন মিলন মেলা,
দূপারেতে আমরা!
তোমার বিহনে বন্ধু ওগো-
আমি পাগলপারা!
@ নন্দা 22-1-18
No comments:
Post a Comment