............*** আক্ষেপ ***............... দিনান্তের ক্লান্তি সঞ্চয় করে - বসেছিলাম আমি বাতায়ন ধারে -
অদ্ভুত মৌন নিস্তব্দতায় মন মায়াপুরীতে , মন আমার ঘুড়ে বেড়াচ্ছিল ,ঝড়ের গতিতে -
কেউ ছিলোনা সেথায় ,বাঁধা দেওয়ার, নিজের মর্জির মালিক আমি - ছিলোনা কেউ ,কিছু কেড়ে নেওয়ার /. হঠ্য়াত কোরেই দেখতে পেলাম - পূর্নিমার চাঁদ উঠলো ভেসে আকাশে , আমার ই মতো দেখি ,সেও একা যে - তার আলোতে পৃথিবী আলোকিত - আমি কেনো পারিনা ?সব হারিয়েও- তার ই মতো থাকতে দীপ্ত / বার বার হারিয়ে যাওয়া দিনগুলি , কেনো শুধু মনে পড়ে -
কেনো পারিনা - ভুলতে তাদের
শত চেষ্টা করেও -
যা কিছু হারিয়েছি, ফিরবে না কোনোদিন চাঁদের মতোই কেনো পারি না ?
হাসতে আমি রাত -দিন / 5.1.16
অদ্ভুত মৌন নিস্তব্দতায় মন মায়াপুরীতে , মন আমার ঘুড়ে বেড়াচ্ছিল ,ঝড়ের গতিতে -
কেউ ছিলোনা সেথায় ,বাঁধা দেওয়ার, নিজের মর্জির মালিক আমি - ছিলোনা কেউ ,কিছু কেড়ে নেওয়ার /. হঠ্য়াত কোরেই দেখতে পেলাম - পূর্নিমার চাঁদ উঠলো ভেসে আকাশে , আমার ই মতো দেখি ,সেও একা যে - তার আলোতে পৃথিবী আলোকিত - আমি কেনো পারিনা ?সব হারিয়েও- তার ই মতো থাকতে দীপ্ত / বার বার হারিয়ে যাওয়া দিনগুলি , কেনো শুধু মনে পড়ে -
কেনো পারিনা - ভুলতে তাদের
শত চেষ্টা করেও -
যা কিছু হারিয়েছি, ফিরবে না কোনোদিন চাঁদের মতোই কেনো পারি না ?
হাসতে আমি রাত -দিন / 5.1.16
No comments:
Post a Comment