Friday, January 19, 2018

ভালোবাসা এখনও টানে
     নন্দা মুখার্জী রায় চৌধুরী

অপমানের বিনিময়ে অপমানটা ফিরিয়ে দেওয়া খুব দরকার,
চুপ করে আছি বলে দুর্বল ভাবছে!
রাগে সর্বশরীর জ্বলে যাচ্ছে!
অপবাদ আর অপমানের পাহাড় তৈরী হচ্ছে,
দরকার এখনই  অপমানকারীর লেজটা কেটে দেওয়া!
আমিও যে জবাব দিতে পারি তা দেখিয়ে দেওয়া,
যে আঘাত যে কষ্ট আমি পাচ্ছি-
তার কয়েকগুন বেশি ফেরৎ দিতে চাই!
নাওয়া ভুলেছি, খাওয়া নেই, প্রেসার হাই!
তবুও আমি জবাব দিতে পারছিনা কেন?

তবে কি সত্যিই আমি দুর্বল?
ভেবেছি অনেক ভেবেছি-
না, আমি দুর্বল নই, ওদের সমকক্ষও নই!
আমার হৃদয়ে তাদের জন্য এখনও ভালোবাসার ফল্গুধারা!
যা বারবার আমাকে জবাব দেওয়ার থেকে-
দূরে -বহু দূরে সরিয়ে নিচ্ছে।

মনে পড়ছে, "তুমি অধম, তাই বলে আমি উত্তম হবোনা কেন?

 # নন্দা   19-1-18

No comments:

Post a Comment