Saturday, January 13, 2018

ব্যথার স্বরলিপি
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

আমার ব্যথার স্বরলিপি,
গান হয়না আর,
কাঁদে হৃদয় শুধু,
ভাঙ্গলো তাসের ঘর!

মনের আঙ্গিনায় তুমি-
আছে ঘিরে বিরহ!
স্মৃতিরা জাগ্রত সদা,
জ্বালায় শুধু অহরহ!

আমায় একাকী ফেলে,
চলে গেছো দূরে,
ঠাঁই নিয়েছো অন্তরে,
রয়েছো হৃদয় জুড়ে।

# নন্দা    13-1-17 

No comments:

Post a Comment