Monday, January 15, 2018

হারিয়েছে বসন্ত
 নন্দা মুখার্জী রায় চৌধুরী

দু'চোখ ভরে আশা ছিলো,
ভালোবাসার স্বপ্ন ছিলো,
আজকে সেথায় শ্রাবণ মেঘ,
হৃদয় তখন ব্যথার সমুদ্র!

তবুও ভাবি কাছেই আছ,
প্রতিক্ষণে প্রতিপলে,
দেখতে তোমায় নাইবা পেলাম,
রেখেছো কাছে মায়াবী পরশে!

# নন্দা   15-1-70 

No comments:

Post a Comment