Thursday, January 4, 2018

এখনো বেঁচে আছি
নন্দা মুখার্জী রায় চৌধুরী

চোখের নীচে কালচে দাগ,
রাত্রি জাগার ফল!
বুকের ভিতর হাহাকার!
জ্বলছে শুধুই দাবানল!

স্বপ্নগুলো উড়ছে শূন্যে!
দিচ্ছেনা আর ধরা!
ইচ্ছেগুলো হারিয়ে গেছে-
বেঁচে আছি হয়ে আধমরা!

@নন্দা

No comments:

Post a Comment