Tuesday, January 16, 2018

যখন আশি হবো
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

বয়স যখন আশি হবে,
থাকবেনা আর যৌবন,
রূপের জৌলুস যাবে কমে,
কোরবো না আর রূপটান! 😂

চুলগুলি সব হবে সাদা,
দাঁতগুলি সব নড়বড়ে,
কিংবা মুখে থাকবেনা আর,
একটিও আর দাঁত পরে! 😀

চামড়া হবে কাঁচুমাচু,
আঙ্গুল সব কঞ্চি,
চোক্ষু দুটি গহ্বরে,
অপেক্ষায়, শশ্মানের বেঞ্চি! 😁

রাগলে পরে বলবেনা কেউ ,
দেখতে লাগছে খাসা,
হাসবে যুবক যুবতীরা,
মুখটা যেন চিংড়ীমাছের খোসা! 😂

আয়না আমায় বলবে শুধু-
দুঃখ এত কিসের?
বাইরে তোমার আশি হলেও,
মনটা রয়েছে আঠারোতেই! 😀

# নন্দা   16-1-18

No comments:

Post a Comment