মনে আছে ছেলেবেলায় যখন নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে পড়েছিলাম তখন খুব কেঁদেছিলাম! কারন তাকে এবং তার পরিবার ও আত্মীয়স্বজনদের ওইভাবে হত্যা করা হয়েছিলো ওই ছোট বয়সেই আমার মনে বিশ্বাসঘাতকদের সম্পর্কে একটা ঘৃণা জম্ম নিয়েছিলো! আজও আমি বিশ্বাসঘাতকদের ঘৃণা করি। তখন থেকেই মনে একটা সুপ্ত আশা ছিলো পরবর্তীতে আমি সিরাজের সমাধি দেখতে যাবো । এমনিতে আমি ঘুরতে মোটেই ভালবাসিনা। যাকে বলে একটু ঘরকুনো মানুষ! কিণ্তু এবারে মেয়ে , জামাই এর পাল্লায় পরে মুর্শিদাবাদ যাই ! ছেলেবেলার সেই সুপ্ত বাসনা নিয়ে আমি যেয়ে স্পর্শ করলাম নবাব সিরাজউদ্দৌলার সমাধি ! বিশ্বাস করবে কিনা তোমরা আমি জানিনা ;আমার বুকের ভিতর থেকে একটা তীব্র যন্ত্রনা চোখের জল হয়ে বাইরে বেরিয়ে আসলো। সমাধির উপর একটা গোলাপ দেওয়ার খুব ইচ্ছা ছিলো ;কিণ্তু কোথাও পাইনি । তাই ওখানকার একটা গাছের থেকে সামান্য একটি সাদা ফুল তুলে নিয়ে গেছিলাম -যে ফুলকে ওখানে বলে 'পান সিটকি ফুল' । সিনেমার ফ্লাস ব্যাকের মতো আমার চোখের সম্মুখে যেন সিরাজের সেই হত্যা লীলা দেখছি , মনে হতে লাগলো এ সমাধি আমার কাছের খুব কাছের কোন মানুষের সমাধি ! বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠছিলো! কেনো আমি জানিনা , অন্য কারও সমাধি স্পর্শ করে এরূপ কোন অনুভূতি আমার হয়নি ;আমার মতো অন্য কারও হয় কিনা তাও জানিনা !
Thursday, January 11, 2018
মনে আছে ছেলেবেলায় যখন নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে পড়েছিলাম তখন খুব কেঁদেছিলাম! কারন তাকে এবং তার পরিবার ও আত্মীয়স্বজনদের ওইভাবে হত্যা করা হয়েছিলো ওই ছোট বয়সেই আমার মনে বিশ্বাসঘাতকদের সম্পর্কে একটা ঘৃণা জম্ম নিয়েছিলো! আজও আমি বিশ্বাসঘাতকদের ঘৃণা করি। তখন থেকেই মনে একটা সুপ্ত আশা ছিলো পরবর্তীতে আমি সিরাজের সমাধি দেখতে যাবো । এমনিতে আমি ঘুরতে মোটেই ভালবাসিনা। যাকে বলে একটু ঘরকুনো মানুষ! কিণ্তু এবারে মেয়ে , জামাই এর পাল্লায় পরে মুর্শিদাবাদ যাই ! ছেলেবেলার সেই সুপ্ত বাসনা নিয়ে আমি যেয়ে স্পর্শ করলাম নবাব সিরাজউদ্দৌলার সমাধি ! বিশ্বাস করবে কিনা তোমরা আমি জানিনা ;আমার বুকের ভিতর থেকে একটা তীব্র যন্ত্রনা চোখের জল হয়ে বাইরে বেরিয়ে আসলো। সমাধির উপর একটা গোলাপ দেওয়ার খুব ইচ্ছা ছিলো ;কিণ্তু কোথাও পাইনি । তাই ওখানকার একটা গাছের থেকে সামান্য একটি সাদা ফুল তুলে নিয়ে গেছিলাম -যে ফুলকে ওখানে বলে 'পান সিটকি ফুল' । সিনেমার ফ্লাস ব্যাকের মতো আমার চোখের সম্মুখে যেন সিরাজের সেই হত্যা লীলা দেখছি , মনে হতে লাগলো এ সমাধি আমার কাছের খুব কাছের কোন মানুষের সমাধি ! বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠছিলো! কেনো আমি জানিনা , অন্য কারও সমাধি স্পর্শ করে এরূপ কোন অনুভূতি আমার হয়নি ;আমার মতো অন্য কারও হয় কিনা তাও জানিনা !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment