কিছুই জানতে পারোনা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তারাভরা আকাশের নীচে-
আমার কষ্টরা জমাট বাঁধা!
স্মৃতিরা ঘিরে থাকে,
বারবার তারা পিছু ডাকে।
বিরহের আগুনে অঙ্গার আমি,
স্মৃতিগুলি নিয়ে শুধু,
জ্বালাময় মালা গাঁথি!
নীরবে ফেলি চোখের জল,
মুছাতে আসোনা কখনো আর!
হৃদয় ভেঙ্গে চৌচির হয়!
আষাঢ়, শ্রাবণের মেঘগুলো-
চোখেই জমাট বেঁধে রয়!
# নন্দা 9-1-18
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তারাভরা আকাশের নীচে-
আমার কষ্টরা জমাট বাঁধা!
স্মৃতিরা ঘিরে থাকে,
বারবার তারা পিছু ডাকে।
বিরহের আগুনে অঙ্গার আমি,
স্মৃতিগুলি নিয়ে শুধু,
জ্বালাময় মালা গাঁথি!
নীরবে ফেলি চোখের জল,
মুছাতে আসোনা কখনো আর!
হৃদয় ভেঙ্গে চৌচির হয়!
আষাঢ়, শ্রাবণের মেঘগুলো-
চোখেই জমাট বেঁধে রয়!
# নন্দা 9-1-18
No comments:
Post a Comment