ব্যর্থতা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোকে আর ডাকবোনা,
কাছে যেয়ে বসবোনা,
ভালোবাসা হৃদয়ে-
রেখেছি ঘুম পাড়িয়ে!
একটু একটু অবহেলা-
কেটেছে বিরহের বেলা!
ভালোবাসা আজ জ্বলন্ত অগ্নুৎপাত!
পাতবোনা আর তোর কাছে হাত!
#নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোকে আর ডাকবোনা,
কাছে যেয়ে বসবোনা,
ভালোবাসা হৃদয়ে-
রেখেছি ঘুম পাড়িয়ে!
একটু একটু অবহেলা-
কেটেছে বিরহের বেলা!
ভালোবাসা আজ জ্বলন্ত অগ্নুৎপাত!
পাতবোনা আর তোর কাছে হাত!
#নন্দা
No comments:
Post a Comment