অর্থ আর ক্ষমতায় সব
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পৃথিবীতে কত মানুষ!
অধিকাংশই লোভ, লালসা, আর হিংসায় পরিপূর্ণ ,
আবার কিছু প্রতিহিংসা পরায়ণ-
মিথ্যাকে সত্য ভেবে-
অনেকে মরীচিকার পিছনে ছোটে,
কিছু জেনে বুঝেই আবার-
প্রতিটা পদক্ষপে মিথ্যার আশ্রয় নিতে,
বিন্দুমাত্র পাপবোধ অনুভব করেনা!
সত্য একদিন সামনে আসবেই!
তখন যে তার সম্মানহানি হবে,
একবারও সে কথা তারা ভাবেনা!
হায়রে বোকা মানুষ!
আকাশের দিকে তাকিয়ে-
বিশালতার গল্প বলি, কবিতা লিখি,
মনটা পরে থাকে সংকীর্ণ অবস্থাতেই!
গলি থেকে বেরিয়ে রাজপথে উঠে-
বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মানসিকতা-
সকলের মধ্যেই একটু একটু করে হারিয়ে যাচ্ছে!
অন্যায় দেখেও চুপ থাকতে বাধ্য!
প্রতিবাদ করতে গেলেই কোনঠাসা!
অর্থ আর ক্ষমতার লড়াইয়ে-
সকলে গলিতেই আজ আটকে!
# নন্দা 17-1-18
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পৃথিবীতে কত মানুষ!
অধিকাংশই লোভ, লালসা, আর হিংসায় পরিপূর্ণ ,
আবার কিছু প্রতিহিংসা পরায়ণ-
মিথ্যাকে সত্য ভেবে-
অনেকে মরীচিকার পিছনে ছোটে,
কিছু জেনে বুঝেই আবার-
প্রতিটা পদক্ষপে মিথ্যার আশ্রয় নিতে,
বিন্দুমাত্র পাপবোধ অনুভব করেনা!
সত্য একদিন সামনে আসবেই!
তখন যে তার সম্মানহানি হবে,
একবারও সে কথা তারা ভাবেনা!
হায়রে বোকা মানুষ!
আকাশের দিকে তাকিয়ে-
বিশালতার গল্প বলি, কবিতা লিখি,
মনটা পরে থাকে সংকীর্ণ অবস্থাতেই!
গলি থেকে বেরিয়ে রাজপথে উঠে-
বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মানসিকতা-
সকলের মধ্যেই একটু একটু করে হারিয়ে যাচ্ছে!
অন্যায় দেখেও চুপ থাকতে বাধ্য!
প্রতিবাদ করতে গেলেই কোনঠাসা!
অর্থ আর ক্ষমতার লড়াইয়ে-
সকলে গলিতেই আজ আটকে!
# নন্দা 17-1-18
No comments:
Post a Comment