Thursday, January 11, 2018

স্মৃতিরা কাঁদায়
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

 হৃদয়ে পুঞ্জীভূত কষ্ট
যন্ত্রনায় ডানা ঝাপটায়!
 তুমি অজানা দেশে,
ছুটতে মন চায়
 শুধু তোমার কাছে!
কাঁদবোনা আর কখনও
 দুঃখকে নিয়েছি আপন করে,
অবাধ্য চোখ শুনতে চায়না!
 মানেনা সে শাসন বারণ!
স্মৃতিতে জড়িয়ে রেখেছি তোমায়,
স্মৃতি হয়েই কাছে  থাকো!

# নন্দা     11-1-18

No comments:

Post a Comment