Tuesday, January 9, 2018

কি চেয়ে কি পেলাম
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

এই স্বাধীনতায় কি চেয়েছিলো ভারতবাসী?
এতো রক্ত ঝড়িয়ে মায়ের বুক খালি করে-
বোনের, দিদির সিঁথির সিঁদুর মুছে ,
প্রিয়ার বুক হতে প্রিয়তমকে কেড়ে নিয়ে,
এক সমুদ্র রক্তের বিনিময়ে -
যে স্বাধীনতা তারা ছিনিয়ে এনেছিলো -
পরবর্তী প্রজম্মের জন্য -
পারলাম কি তাকে আমরা ধরে রাখতে ?
"সকল দেশের সেরা আমার জম্মভূমি"-
বিশ্বের দরবারে সফলতা পেলাম কি ?

যে দেশের অধিকাংশ মানুষের পেটে -
দুবেলা পেট ভরে অন্ন জোঠেনা ,
যে দেশে দুবছরের শিশু থেকে -
আশি বছরের বৃদ্ধা ধর্ষিতা হয়-
যে দেশে নেতা,আমলারা গরীবকে ঠকিয়ে
কোটি কোটি টাকা আত্মসাৎ করে ,
বিচারের নামে বছরের পর বছর ,
মানুষকে অপেক্ষা করতে হয় ,
সাধারন মানুষের কথা না ভেবে,
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম,
বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া হয় -
সেই স্বাধীনতায় কি ছিলো কাম্য ?

@ নন্দা 

No comments:

Post a Comment