তোর আশায়
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হঠাৎ করে জীবনে যেমন ,
প্রথম প্রেম আসে ,
তেমন করেই এলি যেন ,
আমাদের মাঝে ।
তোর আসাতে পাগল হলাম ,
তোর ছোঁয়াতে শান্ত হলাম !
একটুখানি দিয়েই দেখা ,
পালিয়ে গেলি আমাদের ফেলে একা !
আবার দিবি কবে দেখা ?
গ্রীষ্মে আমরা তুই ছাড়া সব্বাই একা ।
নন্দা 12-44AM 29,5,17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হঠাৎ করে জীবনে যেমন ,
প্রথম প্রেম আসে ,
তেমন করেই এলি যেন ,
আমাদের মাঝে ।
তোর আসাতে পাগল হলাম ,
তোর ছোঁয়াতে শান্ত হলাম !
একটুখানি দিয়েই দেখা ,
পালিয়ে গেলি আমাদের ফেলে একা !
আবার দিবি কবে দেখা ?
গ্রীষ্মে আমরা তুই ছাড়া সব্বাই একা ।
নন্দা 12-44AM 29,5,17
No comments:
Post a Comment