Saturday, May 13, 2017

একটি অভিজ্ঞতা

      সারাজীবন আমি একটু ঘরকুনো । প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে চাইনা । কোথাও বেড়াতে ,বা কোন অনুষ্ঠানে যেতে ভাল লাগেনা । আত্মীয়স্বজনের বাড়িতে ও অনুষ্ঠান ছাড়া যাই না বললেই হয় । পূজোতেও ঘর থেকে বের হই না ।ঘরে থেকে ভালমন্দ রান্না করতে ও সকলকে খাওয়াতে ভালবাসি ।সেই আমি মাঝে মধ্যে এখন কিছু সাহিত্য অনুষ্ঠানে যাই ,বেশ ভাল লাগে । দুর্গা পূজার ওই ভিড় ,মাইকের কান ফাটা চিত্কার আমার কাছে সারা জীবনই অসহ্য ! দার্জিলিং যাওয়ার জন্য টিকিট কেটে ,আত্মীয়ের বাড়িতে শিলিগুড়ি একরাত কাটিয়ে পরদিন বাসে উঠে সেবক কালীমন্দির পর্যন্ত যেয়ে স্বামী ,সন্তানদের নিয়ে ফিরে আসা মানুষ আমি ! মোদ্দা কথা ঘুরতে আমার ভাল লাগেনা ;যা শুনলে অনেকেই আমায় পাগল বলে ,আমি জানি তোমরাও সেটাই ভাবছো ! কিন্তু কি করবো বল ? আমি রাস্তার ওই কষ্ট (যতই comfortable হোক না কেন ) নিতে পারিনা ।

   যে কথটা বলার জন্য এত গৌড়চণ্ডীকা সেটা এবার বলে ফেলি 😃- গত মঙ্গলবার ২৫শে বৈশাখ একটি সাহিত্য অনুষ্ঠান থেকে আসবার সময় বারবার মনে হচ্ছিল আজকের রাস্তাঘাটে যেন একটা পবিত্রতা বিরাজ করছে ; ঠিক যেমন মন্দিরগুলিতে গেলে মনে হয় । তার কারণটাও হচেছ প্রতিটা জায়গায় রবীন্দ্রসঙ্গীত বাজছে । সর্বত্র একটা মনোরম পরিবেশ । খুব ভাল লাগছিল , রাস্তার কষ্টটা কষ্টই মনে হচ্ছিল না ।

     এটাও ভাবছিলাম , বাঙ্গালী কিণ্তু তার রুচি পরিবর্তন করেনি , বাঙ্গালী হচ্ছে - হুজুগে মাতা পার্টি ! কিছুটা তরল ও বটে ! যে পাত্রে যখনই দেবে পাত্র অনুযায়ীই সে তার আকার নেবে ।

আমি গর্বিত !!!আমি বাঙ্গালী !!!

*নন্দা*

No comments:

Post a Comment