যায় না ভুলা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনের খাতা থেকে -
মাঝে মাঝেই একটা একটা করে ,
কিছু পাতা ছিঁড়ে ফেলতে হয় ;
কখনো নিজের ইচ্ছাতে ,কখনো অনইচ্ছাতে -
পাতাগুলি ছিঁড়ে ফেলা হয় ঠিকই ,
পাতার লেখাগুলি মনে গেঁথে থাকে সারাজীবন ,
ভুলতে চাইলেও -
কিছুতেই লেখাগুলি ভুলা যায় না -
স্মৃতি হয়ে মনে গেঁথে থাকে আমৃত্য !
11-5-17 11-10PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনের খাতা থেকে -
মাঝে মাঝেই একটা একটা করে ,
কিছু পাতা ছিঁড়ে ফেলতে হয় ;
কখনো নিজের ইচ্ছাতে ,কখনো অনইচ্ছাতে -
পাতাগুলি ছিঁড়ে ফেলা হয় ঠিকই ,
পাতার লেখাগুলি মনে গেঁথে থাকে সারাজীবন ,
ভুলতে চাইলেও -
কিছুতেই লেখাগুলি ভুলা যায় না -
স্মৃতি হয়ে মনে গেঁথে থাকে আমৃত্য !
11-5-17 11-10PM.
No comments:
Post a Comment