জ্বালাস কেন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তুই যে আমায় বড্ড জ্বালাস ,
যখন তখন সামনে দাঁড়াস ,
ঘুমিয়ে থাকলেও জাগিয়ে দিস ,
স্বপন মাঝেও দেখা দিস ।
থাকিস অনেক দূরেতে -
তবুও ছাড়েনি স্বভাব তোর !
ভালো মন্দ রাখিস খবর ,
যেন এক অলিখিত চুক্তিতে ।
আশায় আছি বুকটি বেঁধে ,
ফিরবি আবার আমার কাছে ,
বিদেশ ভুই এর চাকরী শেষে ,
ফিরবি তুই নিজের দেশে ।
*নন্দা* 8-45PM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তুই যে আমায় বড্ড জ্বালাস ,
যখন তখন সামনে দাঁড়াস ,
ঘুমিয়ে থাকলেও জাগিয়ে দিস ,
স্বপন মাঝেও দেখা দিস ।
থাকিস অনেক দূরেতে -
তবুও ছাড়েনি স্বভাব তোর !
ভালো মন্দ রাখিস খবর ,
যেন এক অলিখিত চুক্তিতে ।
আশায় আছি বুকটি বেঁধে ,
ফিরবি আবার আমার কাছে ,
বিদেশ ভুই এর চাকরী শেষে ,
ফিরবি তুই নিজের দেশে ।
*নন্দা* 8-45PM
No comments:
Post a Comment