Saturday, May 6, 2017

তুমি আমার কে
 নন্দা মুখার্জী রায় চৌধুরী


এবার ওগো বল আমায় ,
তুমি আমার কে ?
জানতে ভীষণ ইচ্ছা করে ,
কেন লুকিয়ে রাখ নিজেকে ?

অনেক কিছু জানার আছে ,
তোমার কাছে আমার -
আমায় দেখলে কেন ওগো ,
কথা হারিয়ে যায় তোমার ?

আমি যখন ব্যস্ত কোন কাজে ,
আড়চোখে কেন দেখো আমাকে ?
নানান ছুতোই আসো আমার বাড়ি ;
আমি যে কেবল শরমেই মরি !

বুক ফুলিয়ে কাছে টেনে ,
বলোনা একবার -
ভালবাস আমায় তুমি ,
আমি শূধু তোমার ।
#নন্দা#   16*01*17

No comments:

Post a Comment