Tuesday, May 23, 2017

উপায় নেই
          নন্দা মুখার্জী রায় চৌধুরী

শহর থেকে অনেক দূরে ,
কোলাহলহীন এক নির্জনে ,
ছুটে যেতে চায়  মন ;
দর্শনহীন বেড়ি বাঁধা পায়ে -
সব ইচ্ছা আজ শিকলে রয়েছে বাঁধা !

জীবনের সময় অতি অল্প ,
আশা ,আখাংকা সীমাহীন ,
নিয়ত অভিনয় সকল কাজের সাথে -
সকলের জীবনই একটি বড় গল্প !

অজানার মাঝে নিজেকে হারিয়ে ,
খুঁজে পেতে ইচ্ছা করে -
হারিয়ে যাওয়া আমার সেই আমিকে ,
শিকলের চাবির নেই কোন খোঁজ ,
দায়িত্ব আর বিবেকের কাছে ,
বাঁধা হয়ে পরে আছি রোজ ।

নন্দা    22-5-17      10-30PM.

No comments:

Post a Comment