Wednesday, May 17, 2017

পরশ পাই
               নন্দা মুখার্জী রায় চৌধুরী

অনেকদিন আগেই পাথর চাপা দিয়েছি বুকে ,
বুঝিনি পাথরের মাঝেও থাকে ফাঁক ,
বারবার সে ফাঁক গলে -
শুধু পাই দেখতে তোকে ।

বয়স এখন অনেক হোল ,
কেমন দেখায় তোকে জানিনা !
আমি দেখি তোকে ঠিক আগের মতই ,
তোর যখন আঠেরো -আমার সোলো ।

চোখ বুজলেই আজও চোখে ভাসে ,
হঠাৎ আসা বৃষ্টিতে মাথা বাঁচাতে -
দৌড়ে দু'জনে ছাতিম তলায় ;
মেঘের গর্জনে তোর বুকে মাথা রেখে ,
 নিজের বুকের ভয় লুকাতে ।
দু'বাহুতে আমায় জড়িয়ে নিলি ,
সে অদ্ভুত এক শিহরণ !
দুরুদুরু বুক ,থরথর ঠোঁট -
আজও যার পরশ ,
ছুঁয়ে যায় মোরে ,
অন্ধকারে যখন থাকি একাকী ।

নন্দা    17-5-17     10-10PM

No comments:

Post a Comment