Wednesday, May 3, 2017

কেন করিস এমন
       নন্দা মুখার্জী রায় চৌধুরী
তুই তো থাকিস ঘুমিয়ে আমার ,
মনের গভীরে -
একলা যখন থাকি আমি ,
জেগে উঠিস কেমন করে ?
তাকায় যখন বাহির পানে ,
সেখানে তখন তুই দাঁড়িয়ে ,
চোখের পলকেই হোস যে উধাও -
অন্তর কাঁদে দেখতে না পেয়ে ,
আজও তুই আগের মতই ,
আমায় কাঁদিয়ে পরে হাসাস ,
চোখের সম্মুখে নাইবা দেখি ,
মনের ভ্রমেই মিটাই আশ !
পদশব্দ কারও শুনতে পেলে -
ঘুমিয়ে পড়িস নিমেষেই অন্তরে -
পাকা অভিনেত্রীর মতই আমি ,
খুঁজি তখন জীবনের অন্য মানে !
#নন্দা #  28-4-17

No comments:

Post a Comment