হৃদয় যখন কঠিন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হৃদয় নাকি খুবই নরম !
অল্পতেই যায় ভেঙ্গে ;
আঘাত সে যে পেতে পেতে -
ইস্পাত হয়েই চলে সঙ্গে ।
নয়নের দৃষ্টি যখন যায় গো চলে ,
চারিদিকে শুধুই আঁধার ,
প্রথম হৃদয় ভাঙ্গলে পরে -
সময় যায় গো থমকে চলার ।
পাথর যেমন হয়গো ক্ষয় ,
হৃদয়ও যে কঠিন হয় ,
বাঁচতে গেলে সময়ের সাথে -
তাল মিলিয়ে চলতেই হয় ।
#নন্দা 30-5-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হৃদয় নাকি খুবই নরম !
অল্পতেই যায় ভেঙ্গে ;
আঘাত সে যে পেতে পেতে -
ইস্পাত হয়েই চলে সঙ্গে ।
নয়নের দৃষ্টি যখন যায় গো চলে ,
চারিদিকে শুধুই আঁধার ,
প্রথম হৃদয় ভাঙ্গলে পরে -
সময় যায় গো থমকে চলার ।
পাথর যেমন হয়গো ক্ষয় ,
হৃদয়ও যে কঠিন হয় ,
বাঁচতে গেলে সময়ের সাথে -
তাল মিলিয়ে চলতেই হয় ।
#নন্দা 30-5-17
No comments:
Post a Comment