Friday, May 26, 2017

নিয়তি
নন্দা মুখার্জী রায় চৌধুরী

নিয়তির সাথে যত করি যুদ্ধ ,
আমরাই হারি প্রতিবার !
অনেক আশা অপূর্ণই থেকে যায় ;
পূরন হয়না আর ।

মানুষরূপে জম্ম নিয়ে ,
এসেছি সবাই ভবে ,
নিয়তির কাছে লাটাইয়ের সুতো ,
তারই ইচ্ছাতেই চলতে হবে ।

পাপীতাপী,খুনি ,সৎ,সাধু,সজ্জন -
সবই ভাগ্যের লিখন !
ভাগ্যকে পাল্টাতে পারি যদিও -
নিয়তির কাছে মানি পরাজয় ।

# নন্দা   26-5-17   10PM.

No comments:

Post a Comment