ভেবে কি হবে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বন্ধ দরজার ওপারে ,
কড়া নাড়ছে যেন কারা !
ভিতরে সকলেই আতঙ্কিত ,
ভয়ে দেয়না কেউ সাড়া ।
জীবন যখন আছে মোদের ,
মৃত্যু হবে সকলেই জানি -
আমৃত্যু বাঁচার সংগ্রাম !
যেতে হবেই এটাও মানি ।
বন্ধ দরজার ভিতরে আছি ,
তাই বুঝি আছি বেঁচে !
দরজা ভাঙ্গলেই ডাকবেন তিনি ,
সময় হবেনা যাবনা ভাববার !
*নন্দা* 11_5_17** ** **11_25PM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বন্ধ দরজার ওপারে ,
কড়া নাড়ছে যেন কারা !
ভিতরে সকলেই আতঙ্কিত ,
ভয়ে দেয়না কেউ সাড়া ।
জীবন যখন আছে মোদের ,
মৃত্যু হবে সকলেই জানি -
আমৃত্যু বাঁচার সংগ্রাম !
যেতে হবেই এটাও মানি ।
বন্ধ দরজার ভিতরে আছি ,
তাই বুঝি আছি বেঁচে !
দরজা ভাঙ্গলেই ডাকবেন তিনি ,
সময় হবেনা যাবনা ভাববার !
*নন্দা* 11_5_17** ** **11_25PM
No comments:
Post a Comment