তেজ এতো কেন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অসহ্য গরমে ,
হাঁসফাঁস সকলে ,
চাতকের মত বসে ,
আকাশের দিকে তাঁকিয়ে ।
😭😭😭😭😭😭😭😭
সূর্যের তেজ যেন ,
এযুগের মানুষের মেজাজ !
যে কোন সময়েই -
জ্বালিয়ে পুড়িয়ে করবে ছাড়খার ।
😂😂😂😁😁😁😁😁
অসহায় আমরা সব ,
প্রকৃতির কাছে -
সকলেই আছি যে ,
প্রকৃতির বশে !
😱😱😱😱😱😱😱😱
হা হুতাশ দিনরাত ,
গলদ ঘামে ঘামছি সব ;
তারই মাঝে দুবেলা ,
যেতেই হবে রান্নাঘর !
😷😷😷😷😷😷😷😷
নন্দা 23,05,17 10-40PM....
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অসহ্য গরমে ,
হাঁসফাঁস সকলে ,
চাতকের মত বসে ,
আকাশের দিকে তাঁকিয়ে ।
😭😭😭😭😭😭😭😭
সূর্যের তেজ যেন ,
এযুগের মানুষের মেজাজ !
যে কোন সময়েই -
জ্বালিয়ে পুড়িয়ে করবে ছাড়খার ।
😂😂😂😁😁😁😁😁
অসহায় আমরা সব ,
প্রকৃতির কাছে -
সকলেই আছি যে ,
প্রকৃতির বশে !
😱😱😱😱😱😱😱😱
হা হুতাশ দিনরাত ,
গলদ ঘামে ঘামছি সব ;
তারই মাঝে দুবেলা ,
যেতেই হবে রান্নাঘর !
😷😷😷😷😷😷😷😷
নন্দা 23,05,17 10-40PM....
No comments:
Post a Comment