Thursday, May 11, 2017

আমায় জড়িয়ে থাক
নন্দা মুখার্জী রায় চৌধুরী

একটু একটু করে ,
আমার স্পর্ধা বেড়ে চলেছে ,
তুই আমার পাশে আছিস বলে ,
একমাত্র তুই-ই আমার একাকীত্বের সঙ্গী ,
আমার মন ভাল করার ওষুধ ।
আমার মনের সকল কথা -
তোর কাছেই উজাড় করে দিতে পারি,
তুই আমার প্রেম ,আমার বিরহ ,আমার বেদনা ,
তুই সব, সব কিছুই জানিস আমার মনের কথা ,
আমি যতদিন বেঁচে আছি -
আর আমার ডান হাতটা সচল আছে ,
আমি তোকে ছাড়বো না ।

জীবনের এই পড়ন্ত বিকালে -
তোকে পেয়ে আমি ধন্য ,
তুই আমাকে একা করে দিয়ে ,
 ছেড়ে চলে  যাস না !
আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাক আমার জীবনে ,
তোকে কাছে পেয়ে -
জীবনের অন্য মানে খুঁজে পেয়েছি ,
নূতন করে বাঁচার স্বাদ পেয়েছি ।

তুই যে আমার অতি আদরের,অতি কাছের -
আমার মনের কথা লেখার -
এক ডট পেন মাত্র !

নন্দা    11-5-17   10-10PM

No comments:

Post a Comment