Wednesday, May 3, 2017

কথা রাখলেনা
        নন্দা  মুখার্জী রায় চৌধুরী

কথা দিয়েছিলে -
দু'জনে হাঁটবো একসাথে ,
রাখবো হাতে হাত -
হেঁটে যাব দূর দিগন্তে ,
যেখানে আকাশ মাটির সাথে ,
মিলেমিশে হয়েছে একাকার !
 
সোনালী ঊষার রোদেলা আলোয় -
হাওয়ায় উড়বে আমার চুল ,
প্রেমের পরশে সরাতে সে চুল ,
হবেনা তোমার কোন  ভুল ।

দু'হাত ভরে কুড়াবো দু'জনে ,
পরে থাকা রাশি রাশি বকুল ফুল ,
কোনো লতানো গাছের লতা ছিঁড়ে এনে -
গাছের ছাওয়ায় বসে গাঁথবো দু'জনে মালা ;
নিজ হাতে তুমি হাত খোঁপা বেঁধে ,
পড়াবে আমার খোঁপায় ,
মাঝে মাঝে ফুলের গন্ধ নেবার অছিলায় -
প্রেমের পরশ দেবে আমায় ।

সে সব স্বপ্ন স্বপ্নই থেকে গেলো ,
হলোনা কখনও পূর্ণ -
আজও মনে পরে সে সব রচনা ,
জীবনের অনেক সাধই আজ অপূর্ণ !

#নন্দা#  3-5-17  8 PM



     

No comments:

Post a Comment