Friday, May 5, 2017

রঙ্গীন হবো
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

তোমায় আমি বাসবো ভালো ,
তোমার গুনেতে  -
সারাজীবন নিজের করে ,
রাখবো মনেতে ।
শুক্লা তিথির পঞ্চমীতে ,
সাগর যখন উঠবে দুলে দুলে -
আমায় তুমি ভাসাবে জোয়ারে ,
তোমার প্রেমেতে ।
পূর্ণিমাতে আকাশেতে উঠবে যখন চাঁদ -
আমায় তুমি বাঁধবে বুকে ,
তোমার দু'বাহুতে ।
দোলপূর্ণিমায় আবীর মেখে ,
সবাই হবে রঙ্গীন -
তোমার পরশে রঙ্গীন হবো ,
তোমার বুকেতে ।

#নন্দা#   4_5_17

No comments:

Post a Comment