মেঘের গর্জন ঝড়ো হাওয়া -
শীতল হল বসুন্ধরা ,
বৃষ্টি হলনা তবুও যেন ,
হল অনেক পাওয়া !
শরীর মন ঠান্ডা হল ,
ঘাম সব উধাও হোল ,
ঘুমাবো এবার মনের সুখে ,
শুভ রাত্রি জানায় সবাইকে ।
নন্দা
শীতল হল বসুন্ধরা ,
বৃষ্টি হলনা তবুও যেন ,
হল অনেক পাওয়া !
শরীর মন ঠান্ডা হল ,
ঘাম সব উধাও হোল ,
ঘুমাবো এবার মনের সুখে ,
শুভ রাত্রি জানায় সবাইকে ।
নন্দা
No comments:
Post a Comment