Sunday, May 7, 2017

জীবন মানেই উপন্যাস
       নন্দা মুখার্জী রায় চৌধুরী

আমার জীবন একটি মস্তবড় উপন্যাস ,
প্রধান চরিত্র আমি -
শেষের পাতা রয়েছে সাদা ,
লিখবেন আমার অন্তর্যামী ।

উপন্যাসের চরিত্রগুলো -
খুললো একে একে মুখোশ !
মিষ্টি কথার আড়ালে যেন ,
সকলেই পরে আছে খোলস ।

এদের চিনতে পুরোটা জীবন ,
ক্ষয় হয়ে গেলো জানি ,
আমার পরিশ্রম আর ভালবাসার ,
মূল্য পেলাম না আমি ।

*****নন্দা*****   5.3.17    1am

No comments:

Post a Comment