Saturday, May 13, 2017

একই সাথে চলবো
    নন্দা মুখার্জী  রায় চৌধুরী

নূতন করে দেখা হবে ,
পুরনো নামে ডাকবে ,
হৃদয় দোলাবে তোমার পরশে ,
বাহুতে মোরে বাঁধবে ।

উচ্ছ্বসিত প্রেমের জোয়ারে ,
আমরা দু'জনে ভাসবো ,
রঙ্গীন কোরবো স্বপ্নগুলি ,
নূতন স্বপ্ন চোখে আঁকবো ।

বন্ধুর পথে চলবো দু'জনে ,
একই সুরে গান গাইবো ,
নতুন ঊষার আলোকে মোরা ,
জীবন তরী বাইবো ।

#নন্দা#   9_5_17

No comments:

Post a Comment