"প্রহসন" (নন্দা মুখার্জী ) 29.5.16
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
জীবনের গতি, সামান্য অতি -
জীবন ছন্দময়, জীবন আনন্দময় -
সল্প সময় ,অনেক আশা -
কিছু পূর্ণতা পায় ,কিছু অপূর্ণই থেকে যায় -
তবুও বাঁচার আশা -
দিতে চায় ,পেতে চায় অনেক ভালোবাসা -
কিছু সুখের মুহুত্ব আর কিছু দুঃখের স্মৃতি -
সারাটা জীবন ঘিরে থাকে -
সুখ আর দুখের গীতি -
এ ভাবেই জীবন এগিয়ে চলে -
এ ভাবেই জীবন চলে যায় অস্তাচলে / ( নন্দা ) 29.5.16
1.40AM.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
জীবনের গতি, সামান্য অতি -
জীবন ছন্দময়, জীবন আনন্দময় -
সল্প সময় ,অনেক আশা -
কিছু পূর্ণতা পায় ,কিছু অপূর্ণই থেকে যায় -
তবুও বাঁচার আশা -
দিতে চায় ,পেতে চায় অনেক ভালোবাসা -
কিছু সুখের মুহুত্ব আর কিছু দুঃখের স্মৃতি -
সারাটা জীবন ঘিরে থাকে -
সুখ আর দুখের গীতি -
এ ভাবেই জীবন এগিয়ে চলে -
এ ভাবেই জীবন চলে যায় অস্তাচলে / ( নন্দা ) 29.5.16
1.40AM.
No comments:
Post a Comment