*বুঝলে না* ( নন্দা মুখার্জী ) 19.05.16 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ মুখের কথায় সত্যি ভাবলে - মনের কথা বুঝলে না - রাগটাই শুধু দেখলে তুমি - অভিমানটা খুজলে না - আমি শুধুই বাসলাম ভালো - তুমি আমায় চিনলে না - কিসের আশায় কেমন করে - চলে গেলে আমায় ফেলে ? অনেক দূরে একা একা - থাকবে তুমি কেমন করে ? দূর গগনে সন্ধ্যা নামলে - জানি, পড়বে তোমার আমায় মনে - মনটা তোমার উদাস হবে - সব খানেতেই আমায় দেখবে - যদি কখনো ভাঙ্গে ভুল - কেদোনা তুমি হয়ে আকুল - চলে এসো আবার আমার কাছেই - আমি যে আছি সদা তোমার পাশেই / ( নন্দা ) 7.35PM.
No comments:
Post a Comment