"মা" ( নন্দা মুখার্জী ) 14.05. 16 দুপুর 3 টে . ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ তোমাকে দেখেছি ,খোলা চুলে আমি - খুব ভোরে, স্নান সেরে ঠাকুর ঘরে - তোমাকে দেখেছি ,আলতা পায়ে - আলপনা দিতে ,ঠাকুর দালানে - কখনো দেখেছি ,গ্রামের মেঠো পথ ধরে.. উদভ্রান্তের মতো ছুটে যেতে - কার কি বিপদ ,ঘটেছে কোথায় - হাসপাতালে হবে তাকে নিতে - কখনো বা তুমি মাইক হাতে - করেছো জনতা হাজার হাজার এক সাথে - কখনো দেখেছি ,গোলা হোতে ধান বিক্রি করে - কিনেছো তুমি, শয়ে শয়ে শাড়ি - বিলিয়েছ, দরিদ্র মানুষের বাড়ি বাড়ি - কখনো বা তুমি চাল দান করে - চাপিয়েছ, তাদের বাড়ির হাড়ি - গ্রাম পঞ্চায়েতের ভোটে - দাড়িয়েছ, গরীব মানুষের স্বার্থে - জিতেছো তুমি, হাজার ভোটের ব্যবধানে - ভরিয়ে দিয়েছে সকলে তোমায় - ভালবাসা আর সম্মানে - আজ মাগো তোমার অনেক বয়স - নব্বই এর কাছাকাছি - চোখে ও দেখো না ,কানেও শোনোনা ভালো কোরে - আমি যে তোমার অবোধ সন্তান - থাকি অনেকটা দূরে - বিয়ে দিয়ে তুমি,স্বামীর ঘরে - পাঠিয়েছো পর কোরে - স্বামী,সন্তান,আর সংসার নিয়ে - ব্যস্ত থাকি সদায় - তবুও মাগো অন্তর আমার - সর্বদা তোমার কথায় ভাবায় - এখনো যে তুমি,আছ বেচে - সেই তো অনেক পাওয়া - বাচো মাগো তুমি ,একশ বছর - এ টুকুই শুধু, ঈশ্বরের কাছে চাওয়া / ( নন্দা ).
Tuesday, May 17, 2016
"মা" ( নন্দা মুখার্জী ) 14.05. 16 দুপুর 3 টে . ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ তোমাকে দেখেছি ,খোলা চুলে আমি - খুব ভোরে, স্নান সেরে ঠাকুর ঘরে - তোমাকে দেখেছি ,আলতা পায়ে - আলপনা দিতে ,ঠাকুর দালানে - কখনো দেখেছি ,গ্রামের মেঠো পথ ধরে.. উদভ্রান্তের মতো ছুটে যেতে - কার কি বিপদ ,ঘটেছে কোথায় - হাসপাতালে হবে তাকে নিতে - কখনো বা তুমি মাইক হাতে - করেছো জনতা হাজার হাজার এক সাথে - কখনো দেখেছি ,গোলা হোতে ধান বিক্রি করে - কিনেছো তুমি, শয়ে শয়ে শাড়ি - বিলিয়েছ, দরিদ্র মানুষের বাড়ি বাড়ি - কখনো বা তুমি চাল দান করে - চাপিয়েছ, তাদের বাড়ির হাড়ি - গ্রাম পঞ্চায়েতের ভোটে - দাড়িয়েছ, গরীব মানুষের স্বার্থে - জিতেছো তুমি, হাজার ভোটের ব্যবধানে - ভরিয়ে দিয়েছে সকলে তোমায় - ভালবাসা আর সম্মানে - আজ মাগো তোমার অনেক বয়স - নব্বই এর কাছাকাছি - চোখে ও দেখো না ,কানেও শোনোনা ভালো কোরে - আমি যে তোমার অবোধ সন্তান - থাকি অনেকটা দূরে - বিয়ে দিয়ে তুমি,স্বামীর ঘরে - পাঠিয়েছো পর কোরে - স্বামী,সন্তান,আর সংসার নিয়ে - ব্যস্ত থাকি সদায় - তবুও মাগো অন্তর আমার - সর্বদা তোমার কথায় ভাবায় - এখনো যে তুমি,আছ বেচে - সেই তো অনেক পাওয়া - বাচো মাগো তুমি ,একশ বছর - এ টুকুই শুধু, ঈশ্বরের কাছে চাওয়া / ( নন্দা ).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment