Sunday, May 29, 2016

"বিনিময়" ( নন্দা মুখার্জী ) 28.5.16
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চাই -
মনের বদলে মন -
ভালোবেসে শুধু পাশাপাশি  নয় -
কাছাকাছি চাই ,আমরণ
বিশ্বাসের বিনিময়ে বিশ্বাস চাই -
ত্যাগের বিনিময়ে ত্যাগ -
সারাটি জীবন সেবার বিনিময়ে -
আমার মাথায় থাকে যেনো তোমার হাত -
সুখে দুখে একসাথে কাটাবো জীবনভর -
সুখ আর দুঃখ ভাগ কোরে মোরা -
বাধবো সুখের ঘর -
ছোট্ট আশা -অনেক ভালবাসা -
পূরণ করবো দুজনেই -
কথা দাও আজ, থাকবে সারাজীবন -
শুধু আমারই হয়েই / ( নন্দা মুখার্জী ) 28.5.16 2AM.

No comments:

Post a Comment