" কালো মেয়ের গল্প " ( নন্দা মুখার্জী )
+++++++++++++++++++++++++++
জম্ম থেকেই কালো সে যে -
চোখ দুটি তার মায়াভরা -
কালো মেঘের মত ঘন চুল -
খুলে দিলে পিছন ছাড়া /
পড়াশুনায় ভালো সে যে -
খেলা ধুলায় ও মন্দ নয় -
বছর শেষে বেশ কয়েকটি -
মেডেল সে হাতে পায় /
নিন্দুকেরা বলে থাকে,"অহংকারী"-
"কালো মেয়ে গরব কিসের ?
মনেহয় সে অদ্ভুত এক নারী"-
ছোট থেকে শুনে শুনেই -
এ সব তার গা সওয়া -
জীবনের লক্ষ্যই তার -
একটা বড়ো চাকরী পাওয়া -
অনেক ছেলের বাপ ও মায় -
দেখতে এসে শুধুই মিষ্টি খেয়ে যায় -
পাকা কথা বোলবো পরে -
বলেই তারা পালিয়ে যায় /
মাস গড়িয়ে বছর যায় -
কালো মেয়ের পড়াশুনাও শেষ হয় -
অনেক চেষ্টার পরে সে -
বড়ো একটা চাকরী পেয়ে যায় /
দিনে দিনে প্রমোশনে,হয় সে অফিসার -
অফিস, বাড়ি করার জন্য -
গাড়িও একটা পেয়ে যায় /
নিন্দুকেরা বহুরূপি -
ভোল তাদের পাল্টে যায় -
হঠ্য়াত করেই অহংকারী কালো মেয়ে -
গ্রামের সোনার মেয়ে হয়ে যায় / ( নন্দা )
23.05.16 12-30AM.
+++++++++++++++++++++++++++
জম্ম থেকেই কালো সে যে -
চোখ দুটি তার মায়াভরা -
কালো মেঘের মত ঘন চুল -
খুলে দিলে পিছন ছাড়া /
পড়াশুনায় ভালো সে যে -
খেলা ধুলায় ও মন্দ নয় -
বছর শেষে বেশ কয়েকটি -
মেডেল সে হাতে পায় /
নিন্দুকেরা বলে থাকে,"অহংকারী"-
"কালো মেয়ে গরব কিসের ?
মনেহয় সে অদ্ভুত এক নারী"-
ছোট থেকে শুনে শুনেই -
এ সব তার গা সওয়া -
জীবনের লক্ষ্যই তার -
একটা বড়ো চাকরী পাওয়া -
অনেক ছেলের বাপ ও মায় -
দেখতে এসে শুধুই মিষ্টি খেয়ে যায় -
পাকা কথা বোলবো পরে -
বলেই তারা পালিয়ে যায় /
মাস গড়িয়ে বছর যায় -
কালো মেয়ের পড়াশুনাও শেষ হয় -
অনেক চেষ্টার পরে সে -
বড়ো একটা চাকরী পেয়ে যায় /
দিনে দিনে প্রমোশনে,হয় সে অফিসার -
অফিস, বাড়ি করার জন্য -
গাড়িও একটা পেয়ে যায় /
নিন্দুকেরা বহুরূপি -
ভোল তাদের পাল্টে যায় -
হঠ্য়াত করেই অহংকারী কালো মেয়ে -
গ্রামের সোনার মেয়ে হয়ে যায় / ( নন্দা )
23.05.16 12-30AM.
No comments:
Post a Comment