Tuesday, May 31, 2016

"মান ও হুশ" ( নন্দা মুখার্জী )30.5.16
************************************
মানুষ এখন  নামেই মানুষ -
হারিয়েছে মান ও হুশ -
হিংসা ,বিদ্বেষ ,হানাহানিতে -
সবাই যেন বেহুস -
অসহায় কে দেখতে পেলে -
উকি দিয়ে চলে যায় -
দরিদ্রকে সাহায্যের বিনিময়ে -
উপহাসের পাত্র বানায় -
ছেড়া কাপড় ,ছেড়া জামা -
দেখে নাক সিটকায় -
রাতের উল্লাসে হাজার ,হাজার টাকা উড়ায় /

সমাজ যাচ্ছে রসাতলে -
গরীব মরছে যাতাকলে -
উত্সব বা পার্বনে -
কোটি কোটি টাকা ব্যয় -
গরীব মরছে না খেয়ে -
তাদের মুখে অন্ন উঠায় দায় -
তবুও কিন্তু আমরা মানুষ -
হারিয়েছি সব মান ও হুস / ( নন্দা মুখার্জী ) 1-45 AM.

No comments:

Post a Comment