Thursday, May 12, 2016

(5)এবার ঝুমা ঠিক করে একটা বাচ্চা দত্তক নেবে / সে অয়নকে ডেকে এ কথা বলে / অয়ন এতে মোটেই আপত্তি করে না ; বরং খুশি হয় / ঝুমা অয়নকে আরও বলে যে সে বাড়িতে সবাইকে বোলবে সে গর্ভবতী / এখন থেকেই অয়ন চেষ্টা কোরবে অন্য কোথাও বদলী হওয়ার / আর এদিকে তারা চেষ্টা কোরতে থাকবে কোনো অনাথ আশ্রম থেকে সদ্যজাত কোনো শিশুকে দত্তক নেওয়ার জন্য / সে রকম খোজ পাওয়া গেলে তারা শিশুটিকে দত্তক নিয়ে তিন ,চার মাস পর থেকে আবার ও চেষ্টা করে পূনরায় কলকাতাতে ফিরে আসবে / অয়ন বলে ," এ সব কি সম্ভব ?"  " তুমি এখন থেকেই চেষ্টা কর ,দেখো সব অসম্ভব ই সম্ভব হবে "/                            .যেমন  ভাবা ঠিক তেমন কাজ / ঝুমা দুদিনের মাথায় শ্বাশুড়ি কে জানিয়ে দেয় যে সে গর্ভবতী / খুব খুশি হন তারা / অয়ন অনেক চেষ্টা করে তিন মাসের মাথায় বদলির অফার পায় /  এর ই মাঝে ঝুমা নানান জায়গার এতীমখানায় খোজ খবর নিতে শুরু করে ,দরখস্ত জমা দিতে লাগে / নিজে ঘরে থেকে অয়নের মাধ্যমে সে এই কাজগুলি কোরতে থাকে / প্রথম অবস্থায় শ্বাশুড়ি বৌমাকে অয়নের সাথে যেতে দিতে রাজী হয়নি / পরে অয়ন ই মাকে বুঝিয়ে বলে / তখন আর তিনি কোনো আপত্তি করেন না / ব্যাঙ্ক এ চাকুরিরত অয়ন বদলি নেয় এক অজ পাড়াগায়ে /ঈশ্বরের অপর কৃপায় তারা একটি পুত্র সন্তানকে দত্তক ও নিয়ে নেয় /শিশুটিকে কোনো এক অরফান চাইল্ড হোমের গেটের কাছে ফেলে দিয়ে যায় তার ই গর্ভধারিণীর হয়তো কোনো আত্মীয় / ঝুমারা যেখানে থাকে তার থেকে বেশ কিছুটা দূর ওই চাইল্ড হোম / কিন্তু নাছোরবান্দা ঝুমা রাতেই সেখানে পৌছে যেয়ে পরম মমতায় শিশুটিকে কোলে তুলে নেয় / আইনই কাগজ পত্র সই সাবুদ করে শিশুটিকে নিয়ে নিজেদের ঘরে ফিরে আসে / শ্বাশুড়ি কে জানিয়েও দেয় তাদের একটি ছেলে হয়েছে / পরদিন থেকে শুরু হয় অয়নের আবার বদলির চেষ্টা / বছর খানেক দৌড়াদৌড়ি ,ছুটাছুটির পর আবার সে কলকাতায় বদলী হতে পারে /ঝুমা ও অয়নের ছেলে যে বছর মাধ্যমিক দেয় ; সে বছরই ঝুমার নিউমোনিয়া হয় /মাত্র চার দিনের জ্বরে ঝুমা তার অয়নকে ছেড়ে চলে যায় /ভালো নার্সিংহোম ,নামজাদা ডাক্তার কেউ তাকে বাঁচাতে পারে না / অয়ন মানুষ রূপি দেবীকে হারিয়ে প্রায় উন্মাদ হয়ে যায় / মা ,বাবা মারা গেছেন আগেই / অয়ন ও রিটায়ার করেছে / ঝুমার চোখেরমনি মিলনকে ডাক্তারি পরিয়েছে /আজ মিলনের বিয়ে /অয়ন ভাবে ," আমার আর বেচে থাকার কোনো মানে হয়না /যাদের জন্য আমি শত লজ্জা সহ্য় করে বেচে ছিলাম তারাই আজ কেউ নেই /ছেলের বউ ভাতটা মিটে যাক ; এ জীবন আমি আর রাখবো না / জীবনে অনেক কিছু না পেয়েও - এমন অনেক কিছুই পেয়েছি যা অনেকেই পায় না /...........(নন্দা )   12.3.16

No comments:

Post a Comment