"আমার স্থান" ( নন্দা মুখার্জী ) 27.5.16
**************************************
জীবন থাকতে যারে বাসনি ভালো -
কবরের পরে কেনো জ্বালো আলো -
যখন চেয়েছি তোমাকে কাছে -
সরিয়েছো শুধু- তুমি মোরে পিছু -
দহন জ্বালায় জ্বলেছি শুধু -
তবুও তুমি দাওনি দেখা -
কাটিয়েছি সারা জীবন একা একা -
ভাঙ্গেনি কখনো তোমার ভুল -
তোমার তরে কেদে হয়েছি আকুল -
আজ কেনো তুমি অন্ধকারে বসে -
আমারই কবরের পাশে -
ভাবছো বুঝি ,দেখতে আমি পাই না তোমারে ?
রয়েছি আমি শুধুই ঘুমায়ে -
আসলে যে আমি আছি, তোমার অন্তরে -
বুঝ্তে কেনো এখনো পারোনা আমারে ?
বুকের মাঝেতে হাত দিয়ে দেখো -
আগেও যেখানে ছিলাম আমি -
এখনো যে আছি সেথায় -
শুধু তুমিই বুঝতে পারোনি -
তোমার জীবনে "আমার স্থান" কোথায় ?
( নন্দা মুখার্জী ) 27.5.16 9PM.
**************************************
জীবন থাকতে যারে বাসনি ভালো -
কবরের পরে কেনো জ্বালো আলো -
যখন চেয়েছি তোমাকে কাছে -
সরিয়েছো শুধু- তুমি মোরে পিছু -
দহন জ্বালায় জ্বলেছি শুধু -
তবুও তুমি দাওনি দেখা -
কাটিয়েছি সারা জীবন একা একা -
ভাঙ্গেনি কখনো তোমার ভুল -
তোমার তরে কেদে হয়েছি আকুল -
আজ কেনো তুমি অন্ধকারে বসে -
আমারই কবরের পাশে -
ভাবছো বুঝি ,দেখতে আমি পাই না তোমারে ?
রয়েছি আমি শুধুই ঘুমায়ে -
আসলে যে আমি আছি, তোমার অন্তরে -
বুঝ্তে কেনো এখনো পারোনা আমারে ?
বুকের মাঝেতে হাত দিয়ে দেখো -
আগেও যেখানে ছিলাম আমি -
এখনো যে আছি সেথায় -
শুধু তুমিই বুঝতে পারোনি -
তোমার জীবনে "আমার স্থান" কোথায় ?
( নন্দা মুখার্জী ) 27.5.16 9PM.
No comments:
Post a Comment